করোনা ভাইরাসের এখনো কোনো স্বীকৃত ও’ষুধ আবি’ষ্কৃত হয় নি। এই ভাইরাসে আ’ক্রান্ত হলে সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় আ’ক্রান্ত রো’গীকে সম্পূর্ণ আলাদা রাখা অর্থাৎ আইসোলেশনে রাখা।
এর মধ্যেই খবর পাওয়া গেছে, ভারতের একটি হাসপাতাল থেকে নিশ্চিতভাবে করোনা আ’ক্রান্ত ১১ জন রো’গী পা’লিয়ে গেছেন।
মুম্বাইয়ের একটি হাসপাতালে রবিবার (১৫ মার্চ) এ ঘটনা ঘটে। করোনা আ’ক্রান্ত হওয়ায় তারা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। এর আগে, নাগপুরের এক হাসপাতাল থেকে পা’লিয়েছিলেন পাঁচ রো’গী।
তাদের শরীরেও করোনার জীবাণু ছিল বলে অনুমান করা হয়। ভারতে করোনা আ’ক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। রবিবার রাত নাগাদ করোনা আ’ক্রান্তের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে।